Free Shipping on orders over US$39.99 How to make these links

করোনায় ইবনে সিনার চিকিৎসকের মৃত্যু

করোনায় আক্রান্ত হয়ে ইবনে সিনা হাসপাতালের চিকিৎসক মেজর (অব.) অধ্যাপক ডা. আবুল মুকারিমের (৬৫) মৃত্যু হয়েছেমঙ্গলবার (১২ মে) রাত ১১টার দিকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর একদিন আগে থেকেই তাকে লাইফ সাপোর্টে রাখা হয়

ইবনে সিনার এক কর্মকর্তা জানান, তিনি মেডিকেল কলেজ হাসপাতালের রেডিওলজি বিভাগের প্রধান ছিলেননাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা জানান, কয়েকদিন আগে জ্বরকাশি হয়। এরপর শ্বাস কষ্ট। পরে পরীক্ষায় করোনা পজেটিভ আসে। ইবনে সিনাতেই তাকে চিকিৎসা দেওয়া হচ্ছিলো। অবস্থার অবনতি হলে তাকে সিএমএইচে নেওয়া হয়। অবস্থা বেশি খারাপ হওয়ায় লাইফ সাপোর্টে রাখা হয়েছিল

Deshi products online
Logo
Reset Password
Compare items
  • Total (0)
Compare
0